লজ্জা ঢাকে কিসে?
চোখে না কাপুড়ে।
এটা কোনো প্রশ্ন নয়,
প্রশ্ন হয় বিবেকের।


লজ্জা শুধু কাপুড়ে নয়,
লজ্জা হয় অঙ্গে-ঢঙ্গে ।
বোরকা দিয়েও হয় না পর্দা ;
যদি না হয় তা ঢাকা।


আহরে পুরুষ!
যতই ঢাকুক নারী ।
তোরা কেন সুযোগ খুঁজিস?
দেখার জন্য হন্যে হয়ে ঘুরিস।


লজ্জা কি শুধু দেহের?
না; লজ্জা হয় জাতির
লজ্জা হয় দেশ মায়ের।


লজ্জা যদি থাকে নারী,
রেখো না পা পশ্চিমাদের ঘাটে।
লজ্জা করতে নিবারণ,
তাকিয়ে দেখো কুৎসিত নগ্নতাকে।


তোমাদেরও বলি পুরুষলোক,
লজ্জা শুধু নারীর নয়;
তোমার ভাগও সমান।
যার দেখা যায় সে নয়,
বরং যে দেখে তারই লজ্জা হয়।


লজ্জা নিয়ে খেলিস না ভাই
তোদেরও বলি বোন; শোন
লজ্জা কভু যায় না শুধু নিজের
লজ্জা মোদের মায়ের।


ঢাকা--- ৩০/০৯/১৭