শস্য শ্যামল দেশ আমার
সবুজ লতায় ঘেরা
এ আমার মাতৃভূমি
যায় না ছাড়া এর মায়া।


বইছে বাতাস
দুলছে ধান রাশি
মাঝ দুপুরে
হাসছে সোনালী হাসি।


হাসি যেন নয় রে---
কৃষকের মুখে হাসি।
কৃষক ধায় ধান
গায় হেমন্তের গান।
রঙধনুর খেলা দেখি
বসে নদীর তীরে।


এ দেশের কোমল ছায়া
মৃদু কোমল দক্ষিণা হাওয়া;
নদীর বুকে মিঠা পানি
ছেড়ে আমি কেমনে থাকি?
এযে আমার মাতৃভূমি।
২৭/০৬/২০১০ ইং