হে নবীন!  
আকাশে এক ঝাঁক তাঁরা
তোদের বলছি, তোরা দাঁড়া।
একটি মিথ্যা অংহকার
তোদের করছে তাড়া।
করিস না দৌড় ঝাপ
পড়িস না হোঁচোটে ;
গর্তে আছে সাপ।


হে নবীন ;
তোরা পারবি অবিরাম।
সময় করিস না অতীত,
বর্তমানকে ভাবিস।
যখন হবে রক্ত হিম
তখন যেন না ভাবিস।
রক্তে আছে তাপ,
তাও করিস না ভাব।
যৌবনেই ভাবিস,
সাবধান নবীন।
_----------------


০৬/০৬/১৭
ঢাকা।