পদ্মার মাঝে ভাসি
পদ্মার মাঝে ভাসে লঞ্চ।
বাতাসে উড়ছে চুল
বাতাসে দুলছে লঞ্চ।


পাচ্ছে না কুল
দেখছে না দূর।
দক্ষিণা বাতাস সজাগ
পদ্মার গর্জন সবেগ।


রাতের আঁধারে পদ্মা যেন
দৈত্য সাগর।


মধ্যে রাতে ভয়ের অনুভূতি
রাতের আঁধারে পদ্মার মাঝে
জ্যোস্নাই সঙ্গী।


রাতের আঁধারে পদ্মার ঢেউ
সফেদ দৈত্যাকার।
ভয়ে চাদর মোড়াই,
পদ্মার সঙ্গেই সখ্য গড়াই।


০৬ আগস্ট ২০১৩
পদ্মা নদী, বাংলাদেশ।