আমার মাথা নত করে দাও---
হে তোমার চরণে ।
আমার মন শান্ত করে দাও ----
সকল মানবের তরে ।
আমার অংহকার,
ডুবিয়ে দেও;
তরীসহ পদ্মার মাঝে।
থাকতে চাই সকলের অন্তরে,
অমর রত্ন হয়ে ।


সকল ঈর্ষা মুছে দেও ----
মিশিয়ে দাও সকল মানবের অন্তরে।
পবিত্র কর মন,
চাঁদের মতন ।
বাড়িয়ে দাও ধৈর্য অন্তরের,
যেন করতে পারি রক্ষা;
পবিত্রতা এই অন্তরের ।


১৭/০৬/১২
ঢাকা ।