আমি নাকি আনস্মার্ট! আনকালচার,
ভাবি সারাক্ষণ তাই;
আমার কি কোনো যোগ্যতা নাই?


মেয়েরা ঘেসে না কাছে,
বন্ধুরা তাই পিছে হাসে।
আমিও হাসি তাদের হাসা দেখে।


তারা পড়ে জিন্স প্যান্ট - টি শার্ট,
অফিসে গেলে ফর্মাল তারা;
বাসায় পড়ে কোয়াটার প্যান্ট।


আমিও ভাই ফর্মাল করি,
টাই পড়তে গেলেই বাধ সাদি।
আমি শিক্ষিত নয় ভাই,
বিদ্যার সাগরে এখনো ডুব দিই নাই।
বাসায় পড়ি ভাই,
লঙ্গি আর হাতা কাটা গেঞ্জি।


তারা কথা বলে কম বাংলায়,
বেশি থাকে ইংলিশ।
আমি বলি বাংলায়,
মায়ের শিখানো ভাষা ছাড়া;
কথা বলায় সাধ নাই।


সাবাই হাসে আমায় নিয়ে
বলে আমায়, " খ্যাতার গাট্টি। "
আমি বলি ভাই, "শেরে ই বাংলাও কি তাই? "


সমাজের অনেক প্রতিষ্ঠিত রাই
হয়েছে স্মার্ট ; দিয়ে মেধার পরিচয়ে।


মেয়েরাও ঘুরবে পিছে
যদি থাকে তাদের সঠিক বাদ- বিচার।


আমেরিকা করে যাচাই----
মেধাবীরাই স্মার্ট হয়।
করো ফলো পোশাকে,
মেধায় কেন নয়?


মানুষের প্রতিভাকে স্মার্ট বল,
তার বাহ্যিক কে নয়।


ঢাকা ---- ০২/১০/১৭।