আমরা সভ্য?  
নাকি অসভ্য।
সমাজ কি অন্ধ?
নাকি অন্ধ সমাজের কর্তারা?
নাকি অন্ধ এই সমাজ?
অন্ধ  মানুষ
অন্ধ তাদের বিবেক।
------------------------------**
ধিক্কার তোদের!
কাপুরুষের জাত
দিনেও তোরা অন্ধ থাকিস
চুড়ি পরে ঘরে থাকিস।


দিন দুপুরে চোখের সামনে
কোপায় তোর ভাইকে।
দাঁড়িয়ে দেখিস তোরা
জোড় নাই তোর পুরুষত্বে।


পাশের বাসার ভাই
রাতের আঁধারে খোঁজ নাই।
খোঁজও নিস না
আছে নাকি নাই।


দিনে - দুপুরে পথে
বোনের সম্মানের হানি ঘটে।
দেখেও তোরা না দেখার করিস ভান।


সম্মানের বালাই নাই
মুরুব্বিদের মূল্য নাই।
পথে ঘাটে সালাম নাই
পথে ঘাটে বখাটেদের আড্ডাখানা।


সমাজের চোখে কাঠের চশমা
তোদের কোনো দোষ নাই
সমাজেই শিক্ষা নাই
ছেলে মেয়ের দোষ নাই।
বাবা - মার কাছে দুধের শিশু
সমাজে বিচার নাই।


০৫ অক্টোবর ২০১৬
ঢাকা, বাংলাদেশ।