করবো না কোনো ভণিতা,
যা বলবো তাতে থাকবে না ছলচাতুরতা।


যিনি শিল্পী তিনি একদিন চলে যাবে;
থেকে যাবে শুধু তার গানটি।


যিনি গীতিকার তিনিও  চলে যাবে
কি থাকবে?  
শুধু তার লেখা।


একজন প্রেমিকও থাকবে না চিরদিন
থেকে যাবে তার সৃতিখানি।


যেদিন তোমায় প্রথম দেখেছি,
নীল শাড়িতে মোড়ানো দেহখানি---
জানি না কি হল আমার!


আবার যেদিন দেখলাম,
আমার দিকে তাকিয়ে দিলে সরল হাসি।
যদি পারতাম করতে ফ্রেমে বন্দী,
হারমানাতো মোনালিসাকেও সত্যি।


আমি জানি না,
কিসে আটকালো মন?
নীল শাড়ির পরীকে ;
নাকি তার সরল হাসিকে।


এই প্রথম পারিনি ঘুমাতে,
শুধু ভেবেছি তোমায় সারা রাত;
হয়েছি এপাশ - ওপাশ কাত।


আমি আমার চিরকুটে পারব না লিখতে
কি হয়েছে আমার আজ?


তুমি লিখ আমায়,
সুকন্যা তোমার কি হয়েছে ভাব?