কাল রাত্রি, অগ্নিকুন্ড!
কত রক্তের মাখা মাখি!
কত নারী হরণ হল,
হল কত মায়ের বুক খালি।


অবশেষে নয় মাস যুদ্ধ করে;
বাংলা দেখল স্বাধীন রবি।


সুপ্ত সকাল, ক্লান্ত দুপুর
পথে পথে ফেরি করি,
পাই কত ঝাঁটার তাড়া।


কারো কাছে টোকাই,
কারো কাছে পথশিশু;
পাই অভ্যর্থনা।


অনেক কবি লিখ,
করে গেছে নাম।
তাও পাই না আমরা
স্বাধীন বাংলায় কোনো দাম।


যেখানে রাত সেখানে কাত,
যেবেলা পাই সেবেলা খাই,
নয়তো অনাহারে কাটাই।


স্বাধীন বাংলার মানুষ আমরা
কিন্তু- পাই না স্বাধীন অধিকার।


বাংলার বন্ধু বঙ্গবন্ধু,
দিয়ে গেছেন সোনার বাংলা।


জননেতা শহীদ জিয়া,
দীন-দুখী মানুষের জন্য;
সারা জীবন করেছেন সংগ্রাম।


কৃষক বন্ধু ভাসানী,
দিয়েছেন কৃষকের সম্মান।


বিদ্রোহী কবি বলেছেন ,
“সত্যের প্রকাশ –পীড়া নিরুদ্ধ হবে না।”
আজ কেন হচ্ছে তা !


বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন,
“ ঠাঁই নাই, ঠাঁই নাই-- ছোটো সে তরী।”
তাই কি সত্য?
স্বাধীন বাংলায় আমাদের মতো;
ছোটদের কি কোনো ঠাঁই নেই ?


আজ কি নেই?
বাংলায় কোনো সত্য কবি?
যারা উঠাবে বাংলায় সত্যের রবি।
যদি থাকে আমি বলব,
“স্বাধীন বাংলায় স্বাধীনতা নাই।”