তুমি এলে তবে বেলা শেষে
যখন সূর্য ডুবে গেছে।
আঁধারে গেছে ডেকে
গণণ জোস্ন্যা খোঁজে।


তুমি এলে তবে বেলা শেষে
যখন চাঁদকে ঘিরেছে মেঘে।
গণণ দিশেহারা,
আঁধারে খোঁজে নিজেকে।


তুমি এলে তবে বেলা শেষে
যখন উষার আলো ফুটে গেছে।
আঁধার কেটেছে আলো
আমি আছি বেশ ভাল।


তুমি এলে তবে বেলা শেষে
যখন ফুলেরা সুবাস ছড়িয়েছে,
ভুবন করেছে পবিত্র।
তবে চাঁদে কেন কলঙ্ক?


তুমি এলে তবে বেলা শেষে
যখন তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে।


১১ সেপ্টেম্বর ২০২২
খিলগাঁও, ঢাকা।