স্লান সেরে পরিপাটি,
বসেছি সাজ ঘরে।
সাদা শাড়ী লাল পাড়
কপালে কালো টিপ;
পায়ে লাল আলতা।
নখ সেজেছে নেলপলিশে,
ঠোঁটটি রাঙ্গা।

প্রতিক্ষায় বসে আছি,
কখন হবে সন্ধ্যা?
তুমি আসবে ঘরে,
টেনে নিবে কাছে;
লজ্জায় লুকাবো মুখ
তোমার বুকে।


দিনের শেষে ক্লান্ত তুমি,
মনটা যাবে ভরে;
যখন আমি থাকবো অপেক্ষায়,
ঠান্ডা পানির গ্লাস নিয়ে।
প্রতিক্ষায় প্রহর গুনছি-
কখন হবে সন্ধ্যা?
তুমি আসবে ঘরে।


কাপড় ছাড়বার ছলে,
দিবো কাতু-কেতু।
দুষ্ট তুমি ধরবে আমায়,
তুলবে পাজা কোলে।
পালাবো কোথায়!
লজ্জায় মুখ লুকাবো,
তোমার বুকের মাঝে।


প্রতিক্ষায় বসে আছি
তোমার আসার পথে চেয়ে।
কখন হবে সন্ধ্যা?
তুমি আসবে বাড়ি ফিরে।


২১ এপ্রিল ২০১৩
ঢাকা৷ বাংলাদেশ।