বেশ্যা বল তোমরা
কিন্তু কে বেশ্যা?
সমাজের লোক না জানলেও;
সমাজ জানে কে বেশ্যা ?


পেটের ক্ষুদা নয়তো দেহের ক্ষুদা  মিটাই বলে,
লোকে বলে বেশ্যা।
কিন্তু সমাজের যে গুনি গণ;
আসে আমার কাছে রাত- দুপুর;
কি বলবে তাদের?
বলবো না আমি, বলবে তোমরা।


জানি আমি, জানি এইও
কি বলবে এ সমাজের ভদ্র লোকরা।
বলবে তারা কেমন করে?
তাদেরও তো আসতে হবে,
মিটাতে খুদা রাত- দুপুরে।


তাই যাই বুলুক সমাজ আমায়--
গায়ে লাগবে না তা আমার।
যারা বলে এমন কথা দিনে;
তারাই আসবে রাতে,
দেহ দক্ষিণা দিতে।  
এবার বলো তোমরা ;
কাকে বলবে বেশ্যা?


রচনাকালঃ ০৮-০৪-১৭