দু'চোখ যাবে যেদিক,
যাব হারিয়ে।
নেই মানা
নেই বাধা
ছাড়িয়ে গেলেও প্রান্ত্য।


যাবি? আমার সাথে।
তবে চল,
এক সাথে পথ বাঁধি;
পা মিলিয়ে পথ চলি।


দেখবি ভরে যাবে মন
চারপাশে পাখির কোলাহল।
যাবি?
দু'জন মিলে খুঁজবো সুখ।


যাযাবর পথ চলে
থাকে কি কোনো ঠিকানা?
যাব কোথায়?
থাকবো কোথায়?
খাবো কি?
তা তো না জানি।


তাই বলে কি তুই পিছ পা হবি!
চল,
চোখ রাখি সুদূরে।
যাবি নাকি দু'জনে?
হারিয়ে যাব,
যাযাবরের রাজ্যে।


০৫ আগস্ট ২০১৩
বরিশাল, বাংলাদেশ।