তুমি মাঝে মাঝেই ঝগড়া করো, অভিমান করো।
অভিমানে বলতে থাকো আমি না কি দুরেই থাকি।
তুমিই বলো হে অপ্সরা --
কখন হৃদয়ের বাইরে তোমার আমি?


যখন তুমিই আমায় ভোলো না,
তখন কি করে তোমার  থেকে আমি দুরে থাকি?
কেউ যদি আমায় মনেই রাখে,
আমি তো তার মনেই থাকি।


হুইস্কির বোতল কখনো খুঁজেছে মাদকতা,
নদী কখনো খুঁজেছে একবিন্দু, সমুদ্রের উত্তালতরঙ্গ?
তুমি বলো প্রিয়ে, তোমার আমি কি করে বাইরে থাকি!
নদী যেমন সমুদ্রে, হুইস্কি যেমন বোতলে মিলে থাকে
তেমন আমি কেমনে তোমার বাইরে থাকি!


প্রতিটি নিঃশ্বাসে আমি খুঁজে পাই তোমার সুগন্ধ,
প্রতিটি অনুভূতিতে মাখোমাখো তোমার চুম্বন!
প্রতিটি ব্যথা, কান্নার প্রতিবিন্দুতে পেয়ে যাই!


তাহলে কি করে তোমায় আমি ভুলে থাকি!
বলো না, এ পৃথিবী যখন তুমিময়।


এসো, প্রেমের এ তরঙ্গে, তুমিও ডোবো
পেয়ে যাবে হৃদয়ের ঠিকানা ।
পেয়ে যাবে তোমার  সন্দেহাচ্ছন্ন আমিকে,
সেই হৃদয়ের রক্তস্রোতের বিন্দুতে আমি থাকি।
খুঁজে দেখো পাবে তোমারই মাঝে,
তোমার নিঃশ্বাসে, তোমার বিশ্বাসে।