নদী বয়ে যাবো পাহাড়ের অভিমুখে
দুয়ার খুলে দিয়েছি আজ বিরহী অন্তরে।
অসময়ের এক পশলা বৃষ্টি মনে ঝরে পড়ুক,
ভিজিয়ে দিক, লুকোনো ব‍্যথা নিস্ফল আকাঙ্খা যত।
নতুন আমিকে খুঁজে নেব ওই পাহাড়ের বাঁকে,
বিলীন হব ওই আলো আঁধারি কল্পলোকে।
পাহাড়ের গা বেয়ে নেমে আসবে রাতের আঁধার,
জ‍‍োছনারা সিঁড়ি বেয়ে উঠবে হৃদয় আঙিনায়।
আলোয় ধোয়া এক কোণে আমি থাকব অপেক্ষায় !
চাঁদের আলোর ব‍্যালকনিতে বসে লম্পট চুম্বন একে দিলাম।
জীবনের জটিল প্রশ্নেরাও জ‍্যোৎস্না রাতে ম্লান হয়
স্মৃতির আদর নতুন সুরে মাখিয়েছি শরীরে।
তারারা গাইছে গান সুখের সংলাপে,
চাঁদ যেন জোছনায় বড়ই উন্মাদ।
চাঁদিনি রাতে পূর্ণ ইন্দু আনন্দের মুক্তো কণা,
চুপি সারে রাত জাগা জোছনায় বিরহের জ্বালা সয়।
কানে কানে বলে উঠে আমায় ভালোবাসো প্রিয়
একান্তে, গোপন গভীর অভিসারী আলিঙ্গনে।


========