দুয়ার ছেড়ে আসতে কতোদিন!
সময়তো যায় মায়ার টান ছাড়তে।
আদৌ যায় না ছেঁড়া ঔ টান
লাগছিলো যা ভুলে!
সে তো আছে গভীরে!


ভালোবাসি তাই সহ্য করা?
আত্মসম্মান এ লাগে যে বড্ড,
আর কতো অবহেলার পাত্র!
সে যে আছে গভীরে।


বন্ধুত, প্রেম টিকে না কিছু।
সবই মিছে মায়া শুধু!
পরিবার ছারা নাইগো কেউ
সত্যের মাঝে আরেক মিথ্যে
বাবা মাও দেয় দায়,
করিতে পারো না যদি অর্থের আয়।


নিজেকে নিঃস্ব করে পেলাম না তারে,
আমি মানি করেছি ভুল,
করোনি কো তুমিও তাই?
ভালোবাসি আজও,
তাই তো চাই তোমায়।
ফিরে যদি আসো
দিবো নাকো যেতে
রয়েছো যে আমার গভীরে।


========