আজ আবারও জীবন ডায়েরি লিখতে বসেছি,
কিন্তু এ লেখা সে লেখা নয়- পুরনো বাঁধা গতে!
যেমনটা লিখতাম, জানালার ধারে বসে,
ফুরফুরে হাওয়ায়, আর আলো-আঁধারিতে!


কত কথাই উঁকি দিচ্ছে মনের আনাচে কানাচে,
কত দিনের কত গল্প, কত হাসি, কত কান্না!
একসাথে মনের মধ্যে সুর তুলে যাচ্ছে।
জলছবির মতো ভেসে ভেসে উঠছে ব্ল্যাকবোর্ডে,
এমন সাধ্য নেই সব কাগজে কলমে বেঁধে রাখব!


স্কুল জীবনের বারোটা বছরের ইতিহাস ভূগোল,
পুরনো দিনগুলো চোখের তারায় ভেসে ভেসে আসে!
নরম আলোয় আরও মোহময়ী লাগছে অমৃতাকে!
ঘোর কাটতে চাইছে না, অমৃতাকে ছেড়ে যেতে হবে!!
ছেড়ে যেতে হবে, দুস্তর ব্যবধানে একেলা প্রবাসে।


নিথর আধারে আলোর ছায়াটাকে পিছু ফেলে,
ছুটে চলা জীবনের ক্লান্তির মর্মর একরাশ ধোয়া,
আমাকে করেছে অহেতুক নজরবন্দী,
অন্ধকার জীবনের সাথে যেন আজ নিষ্ঠুর সন্ধি!


আজ তাই দু’চোখের রশ্মি করেছে নির্বাক,
ভুলেছি সব, ভুলেছি প্রিয়জন, আপনজন..
ভুলেছি আজ ফেলে আসা সেই মনের ডায়েরি।
ভুলেছি অমৃতা নামের, ভালোবাসার ডায়েরি।
========