জরাজীর্ণ সময়ের স্রোতে,
তুমি আমি এক অবেলাতে,
বসে শিশিরসিক্ত দুর্বার গালিচাতে,
হাতে হাত, চোখে চোখ!
না বলা কিছু স্বপ্ন,
না বলা কিছু মনের আবেগ,
ঢেলে দিয়ে তোমার আঁচলে,
অশ্রুসিক্ত নয়ন জুগলে,
তোমার নয়নে নয়ন মিলিয়ে,
ভাষাহীন গভীরতায় মৃর্দ্যুলয়ে,  
বলবো তোমায় ভালোবাসি,
বল রে সখি! বল আমারে!
কি করে ফিরাবে কেমনে হারাবে,
কেমন করে থাকবে তখন আড়ালে?


=====