রাতের আঁধারে অথবা ঘুমের ঘোরে,
স্বপনলোকে ঊষা কালের ভোরে।
দেখবে তুমি চেয়ে সম্মুখ পানে,
আহম্মুখ এক দাঁড়িয়ে অচেনা নামে;
চেয়ে আছে নয়নে নয়ন মেলে,
যোগিনী রূপে প্রেমের আলো জ্বেলে।


আকাশ, বাতাস, ধরনী, তারা,
সবই মগন আপন কাজে আত্মহারা।
দিচ্ছে নিচ্ছে ভরছে ঝুলি ধরার মাঝে,
বিরাম নেই  নিত্যনতুন কৌশল কাজে।
আমি‌ই কেবল ব্যর্থ, সময় করেছি অপচয়,
তোমার মাঝে খুঁজেছি আমার পরিচয়।


ভালো করে চেয়ে দেখো রেখে না গোপনে,
পুষ্প অর্ঘ্য অর্পণ করেছি তোমার চরণে।
যতেক কামনা, বাসনা, লজ্জা নিবারণ,
তুমিই দাতা, আপনারে করেছি সমর্পণ।
ল‌ও তুলে বাহুযুগলে ত্যাজো অভিমান,
পুরুষ শ্রেষ্ঠ তুমি হ‌ও ধ্রুবের সমান।


আজ পেতেছি আসন তোমার মনের মন্দিরে,
তোমারে করিব যতন প্রাণের প্রিয়তমারে।
তুচ্ছ করো না আমায়, ত্যাগো ঘৃণা ভয়,
আদি শক্তি নারী জগতে তুমি জানো নিশ্চয়!
লক্ষ বছর পরে  যদি আসি পূণরবারে ,
তোমারে ল‌ইব চিনে সহস্র মানবের ভীড়ে।


===========