মৃত্যু রসে জন্মানো টকটকে লাল ফুল
তবুও অসম্পূর্ণ আমাকে ছাড়া আমি।
আমি আমার কে হই?
কে হও তোমার তুমি?
হৃদয় জমিনে রোপন করা বীজ,
সেখান থেকেই বেড়ে উঠা -
তুমি, আমি, তোমরা, আমরা আগামী।
তবুও ভুলে যাই, ভুলে যাও চলে যাই,
চলে যাও, তোমাকে ছেড়ে তুমি,
আর আমাকে ছেড়ে আমি।
কবরের বুকে শুয়ে থেকেও জন্মাই ধানফুল হয়ে,
জন্মাই হয়ে লেবু ফুল কিম্বা দূর্বাদল।
আমরা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত তবুও কেনো চৈত্র?
তবুও কেনো বাঁচি আমরা কাছা-কাছি,
তবুও কেনো মরি আমরা পাশা-পাশি?
তবুও কেনো করি ভুল
তবুও কেনো জন্মাই হয়ে কলাবতী ফুল?
কে আমার তুমি?
আমি কে তোমার?
কেনো অসম্পূর্ণ আমরা?
কেন পূর্ন নয় তোমরা?


========