সত্যিই অপুর্ব ! অনিন্দ্য সুন্দর রুপসি তুমি!!
উপমায় সাজাতে গিয়েও নির্বাক হয় কবি।
দক্ষিণা বাতাস যবে খেলিছে হিন্দোল,
খেলিছে তোমার কালো কেশে!
অযাচিত মন দুরান্ত চঞ্চল স্পর্শের অভিলাষে।
স্বপ্নীল জগতে চিরবিস্ময়া রুপের মাধুরি তুমি,
যেন সেওলায় ঢাকা লাল এক পদ্মকুমারী।
যতোই দেখি মম হৃদয়ে তব হর্স ধ্বনি বাজে,
কি রুপ দেখালে রুপসী মন বসেনা কাজে।
সহেনা দুরত্ব এ মনে একান্ত তোমার কৌমার্য রচিয়া,
বিধাতার দুয়ারে আর্সি আজিকে করে যেন সুখি প্রিয়া।
এ জগৎ মাঝে আপন কিছু নাহি আছে,
ভালোলাগা প্রকাশ ছাড়া,
যাপিত হৃদয় আজি মূর্ছনায় সুধায়,
তোমাতে ছিলাম সারাবেলা,
কল্পনার মাঝে, কভু তুমি কাছে,
কভু রয়েছি আমি মিসে।
মন কভু হায়, বাধা নাহি যায় চলে একান্ত স্রোতে,
যতোই চাহিনা দিতে বৈরাগী তোমাতে,
তবু ছুটে যায় অমৃতে।
আধার হয়েছে আজি ঘটিবে স্রোতস্বীনির,
দুস্তর ব্যবধান,
তোমার ঘাটেতে বাধিবে একদা অন্যের সাম্পান।
তবু বলে যাই আর্জি বিধাতায়,
সুখী হবে, রইলো কামনায়।
বিরহী কাননে তোমার, কভু যেন না বাজে আর!
ঘুনে ধরা করুন সুর,
যেথায় থাকি করিগো দোয়া
তুমি থাকোনা যতো দুর।


========