কালজয়ী কবিদের কবিতা ঢের পড়েছি আমি!
পড়ছি অবিরত, পড়েছিলাম যেমনটা তখনও,
কাব্য পংক্তির ভাঁজে ভাঁজে খুঁজি ঐ মহাকাব্য!
লিখতে পেরেছে কি কোন কবি তা এখনো?


ভাষাজ্ঞান সীমিত বিধায় পড়ছি অনুবাদ।
নেশায় মত্ত আমি নেই যে অবসাদ!
উর্বর শব্দশৈলে সব নির্মাণ নিখাদ,
বিবেকের আদালতে তবুও মিটেনা বিবাদ!!


পড়ছি এখনো, ঘাঁটছি নতুনদের যতো লেখা,
তবুও মিলে না একবার কাঙ্ক্ষিত কাব্যের দেখা!
যুগের চাহিদা মতো, মিলছে না তো কাব্যে কিছু!
নেশার ঘোরে ছুটছি আমি মহাকাব্যের পিছু!!
  
অবশেষে -
লিখতে বসে পড়ি নিজেই আমি নিজের মতো করে!
জীবনের যতো অভিজ্ঞতা আমি সাজাই থরে বিথরে।
তুলে ধরি সব অসংগতি, করি প্রতিবাদ!
কবি নই যে আমি, সব হয় না নিখাঁদ!!


তবুও থেমে নেই! হোঁচট খেয়ে উঠে দাঁড়াই আবার,
আবোল-তাবোল লিখে চলি নিজ খেয়ালে বারবার।
চলুক লিখা আমৃত্যু তব ধরার কল্যানে!
মহাকাব্যের রচনা লগ্নে,
তৃপ্তির ঢেঁকুর উঠবে একদিন কবি হৃদয় প্রাণে!


পৃথিবীর প্রান্তে প্রান্তে ছিটকে পড়বে কাব্যের জ্যোতি,
কবিতা প্রেমে আসক্ত আমি অনভিজ্ঞ এক কবি!
ভাবছি শেষে, আবেগে মিশে, জ্ঞান নেই যার একরত্তি,
আপন খেয়ালে করছি না তো কভু সাহিত্যের বড় ক্ষতি?


===========