রাতের গভিরতায় এক মালতীর ভেলা
আমার দুয়ারে করিছে আঘাত।
ছিন্ন-বিচ্ছিন্ন, সম্পুর্ন নিস্তব্ধ, কোলাহল শুন্য আচ্ছন্নতা!
অজাচিত আবেগের সম্পৃক্ত ব্যাথাতুর কন্ঠে তুমি বললে লিখতে,
কি সার-সংখেপে তোমার মনের সন্ধিতে আমার হাতের স্পর্শে লিখবো বারতা!!
আজি বেলা হলো নিদ্রাদেবির কোল জুড়ানোর সেই স্বপ্নের ছোয়া পেতে,
আজি সময় হলো তোমাকে বলার আম্রলয়ের নিদ্রাবাসের।
কেন কুহেলিকার ডাকে আবার জাগালে লিখতে আরস।
হবেনা লিখা আজি মৃর্নয়ী কোমল স্মৃতির কাব্যিক পরস,
হে আর্সিনি কুন্তলা অনামিকা, প্রতুষে করিও দেখা,
জড়িয়ে দিবো ছন্দে তোমার ভেলা,
হে অনামিকা।


=========