তুমি হারিয়ে গেছো
তবু পৃথিবীটা ঘুরছে,
লালসিঁথি কৃষ্ণচূড়া স্মৃতি ভরে আছে।
তুমি হারিয়ে গেছো
তবু জীবন চলমান,
অসংখ্য নুড়ি নিয়ে নদী বহমান।
তুমি হারিয়ে গেছো
তবু জীবনভরা আহ্নিক গতি,
পুরাতন সাময়িক উঁকি মারে ইতি উতি।
মাঝে মাঝে অঝোর ধারায় শ্রাবণ
পাহাড়ী ঝোরার মতো সংক্ষিপ্ত প্লাবন!
একসময় শিশির বিন্দুর মতো উবে যায়
সোনালী হৈমন্তী রোদের মিষ্টি ছোঁয়ায়।
যে চলে যায়, তাকে যেতে দাও,
হাল পাল জুড়ে নতুন করে নাও,
অনুভূতিগুলো শীতের রাতে কুকুরের পশম,
পা ঘষলে আদুরে ওমে মনের বিভ্রম।
যে চলে যায়, তাকে যেতে দাও
নতুন দরিয়ায় নৌকা ভাসাও।
মনখারাপের বারান্দা জুড়ে মুহূর্তগুলো সহস্র শতক
সঙ্গীত ছেড়ে গেলে নদীতে ভাসমান অর্ফিয়াসের ছিন্নমস্তক।


==========