অকারণে মন কেন হয় চপলা চঞ্ছলা;
হয়ে উঠে হঠাৎ আবার মেঘে মেঘলা!
ঘোলাটে ঘোর অন্ধকারে হয় নিমজ্জিত
আশা হীন উদাস হতাশার ছায়া অবিরত!
আলোর ঝর্ণা ধারা চেষ্টায় ব্রতী আবার
ঘোর আঁধারে এক ফালি সূর্য দেখাবার।


(২৫/০৪/২০২০ ইং)