বাঙালি জাতি ঘুমিয়েছো অনেক এবার উঠে দাঁড়াও
দুনিয়া জুড়ে লাশের মিছিল চোখ দু'টো খুলে নাও!


কিসের এতো বড়াই তোমার কি বুঝে এতো শান্ত
আজ সারা দুনিয়া কাঁপছে দেখো হয়েছে অশান্ত!


শক্তিধর নেতারাও হিমশিম খেয়ে করছে হুলস্থুল
তুমি বসে ট্রল বানাচ্ছো ফাজলামিতে মশগুল


অনেক হয়েছে উঠো এবার যুদ্ধে নেমে পড়ো
এই যুদ্ধ কিন্তু সেই যুদ্ধ নয় বুঝতে ভুল না করো।


বন্দুক, কামান কিছুই লাগে না প্রয়োজন সচেতনতা
যেতে হবে না অন্য কোথাও বাড়িতেই হবে তা।


যদি মনের ভুলে দেরী করো মুক্তি পাবে না জেনো
বাঁচতে হলে এখন থেকেই লক ডাউনকে মানো।


বারবার সাবান দিয়ে হাত ধুঁতে যেন ভুল করো না
মরণ থাবা আসলে ধেয়ে পালাবার পথ পাবে না।


আল্ল্লাহ্ র উপর বিশ্বাস রাখো নইলে মুক্তি নাই
তাই বলে সকল দায় ভুলে যেন বসে থাকা না চাই।


সৃষ্টি করেছেন তিনি মোদের দিয়েছেন মান, হুশ
হুশ দিয়ে  যদি মান রাখো না বলো তার কি দোষ!


৩১/০৩/২০২০ ইং