মায়ার বাঁধন
~সৈয়দা ইয়াসমীন


অনেকদিন পর আজ
খোলা আকাশের নীচে প্রকৃতির সাথে
কাটালাম কিছুটা ক্ষন।
মাথার উপর ছিলো বিশাল একটা
নীলে নীলাভ আকাশের বিচরণ।


পুরোটা আকাশের ঠিক মাঝখানে
ঝলঝল করে ঝলছিলো
একটি মাত্র তারা।
আমি ছিলাম ভাষাহীন,ভাবনায় দিশেহারা।


কি অপূর্ব,নিদারুণ!
ঠিক আমাদের হৃদয় মাঝে
অতি আপনজন,প্রিয়জনেরা
যেমন করে জ্বলে আজীবন।


ব্যবধান এইটুকুই,
আকাশ তারা টাকে যেভাবে আগলে
রেখেছিলো; আমরা তা পারিনা।
আকাশ তারা টাকে ছুঁয়ে ছিলো
আমাদের তারাদের
আমরা একদম ছুঁতে পারিনা।


আচ্ছা,ছুঁতেই যদি পারবোনা
তবে ওরা জ্বলে কেনো!
জ্বলবেই যদি তবে চলে যায় কেনো!
চলেই যদি যাবে
তবে মায়ার এতো বেড়াজাল কেনো!


২৬/১০/২০২০ ইং