জীবনে এমন কাউকে খোঁজে নাও
যে,
তোমাকে বৃষ্টিতে ভিজতে দেখে নিজের
ছাতাটা ফেলে দিয়ে পরম মমতায় হাতটা
ধরে বলবে "চলো একসাথে ভিজি"।


যে তোমার অসাবধানতায় পুড়ে যাওয়া
রুটিটা খেয়ে মায়ার দৃষ্টিতে তাকিয়ে বলবে
"চিন্তার কিছু নেই,তেমন খারাপ হয়নি"।


যে সারাদিনের কর্ম ব্যস্ততার পরে
তোমার জন্য ঘরে ফিরে বলবে
"এসো তোমার সাথে সময় কাটাই"।


যে তোমার প্রয়োজনে টাকার অভাবে
নিজের অতি প্রিয় সিগারেট কেনা বাদ দিয়ে
তোমার জন্য ঔষধ নিয়ে এসে বলবে
"সিগারেট ক্ষতিকর তাই ছেড়ে দিয়েছি"।


তাকেই খুঁজো, তাকেই স্বপ্নের মানুষ করো
আ-জীবনের জন্য সুখ-দুঃখের চির সঙ্গী করো;
তার হাতে হাত রেখে নির্ভয়ে কাটিয়ে দিতে
পারবে জীবনের হাজারো কঠিন পথ;
তোমার পুরো পৃথিবী টাই হয়ে যাবে স্বর্গ!


এমন কাউকে খোঁজোনা,
তোমার প্রয়োজনে যার দুই টাকার ঔষধ
কিনে দেওয়ার সময় থাকবে না;
তোমার কোন প্রয়োজনে যাকে কখনোই
পাশে পাবে না।


অথচ যে তোমাকে দামী গাড়ি উপহার দিবে
সোনা-গয়না দিয়ে মুড়িয়ে রাখবে ঘরের এক কোণে;
ঠিক আলমারীতে সাজিয়ে রাখা মূল্যবান কোন
'শো-পিচ' এর মতো!