পৃথিবীর আজ কঠিন ব্যামো হয়েছে
তাই প্রথম সারির প্রাণী গুলো দরজায় কপাট মেরেছে।কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে
একটা ছোট্ট ভাইরাস; দুনিয়া দাপড়িয়ে বেড়াচ্ছে
আজ এখানে তো কাল ওখানে
যাকে পাচ্ছে তাকেই ছোঁ বল মারছে, বিষাক্ত ছোঁ বল!


শোন প্রাণী
তোমাকে বলছি, হ্যাঁ তোমাদেরকেই বলছি
এক ছোট্ট ভাইরাসের ভয়ে কপাট মারছ দরজায়;
কিন্তু মনের মধ্যে যে ভাইরাস বছরের পর বছর বয়ে বেড়াচ্ছ তা কি একটা বারও অনুভব করতে পারো না!
হ্যাঁ তোমাদের মনে ঘোন পোকা আর ভাইরাস আজও বাসা বেধে আছে!


সবুর আলী তুমি তো চেয়ারম্যান, এলাকার অভিভাবক;
তোমার বাড়ির পাশেই ছকিনার মা ঘরের কোণে উপোস পড়ে আছে আজ তিনদিন
কী করেছো তার জন্য?
এই দুঃ সময়েও সরকারী অনুদান নিজের পেটে ঢোকাচ্ছ!


এই যে, মিঃ সাকীব চৌধুরী
আপনি তো এলাকার নেতা;
সারা বছর বড় বড় ভাষণ দেন, গরীব দুঃখী দের আশা দিয়ে ডোট আদায় করেন, সুন্দর জীবনের স্বপ্ন দেখান;
আজ কোথায় সে স্বপ্ন, সে আশা!
আপনার বাড়ির পাশের সেই দিন মজুর, পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি, যার ঘরে আটজন সদস্য
আজ মজুরী নাই বলে পেটের ক্ষুধায় চিৎকার করছে তার বৃদ্ধ বাবা, শিশু সন্তান!
কোথায় আপনি, কোথায় আপনার নীতি দর্শন!


নিজেরা তো আরামে আয়েশে রোজ কোর্মা পোলাও খাচ্ছেন অথচ তাদের পেটে জুটছে না
দিনে দু'বেলা দু'মুঠো ডাল ভাত!
এতো অনাচার অবিচারের ভার নিতে না পেরেই পৃথিবী আজ বিষাক্ত হয়েছে;
তার ব্যামো হয়েছে, কঠিন ব্যামো
শরীরের কোষগুলো নিথর হয়ে গেছে
তবুও আপনাদের হুশ আসছে না!
আর কতো অবিচার চালিয়ে যাবেন
নিষ্পাপ পৃথিবী টাকে আর কতো বিষাক্ত করবেন
আর কতো অভিশাপ নিবেন!
আর কতো!!!


২২/০৪/২০২০ ইং