তোমারি ব্যদণায় আখি ছিলো টলমল,
তোমারি দেওয়া কষ্টে হারিয়েছে মনোবল।
সারাটি রাত আমি পারিনি বোঝাতে চোখ,
সারাক্ষণই ওঠেছিলো ভেসে তোমার হাসি মুখ।
রুপে  তোমার হইনি পাগল , ভালো করেই জানো ,
তবু মনে কষ্ট দিবো না ,একথাটি বন্ধু তুমি মানো।
অতীতের কষ্ট কভু দিবো না তোমায় পেতে,
আসছি অতি শিগ্রি আমি, তোমায় নিয়ে যেতে।
জ্ঞানে তুমি শির্ষে বন্ধু, রুপের কথা বাদ,
বন্ধু তুমি বিশ্বাস করো , বাড়িয়ে তোমার হাত।
ভেবনা বন্ধু তোমায় শুধু দিচ্ছি শান্তনা
পারছিনা সহিতে তব বিরহ যন্ত্রণা।