তোমায় নিয়ে কত কবি লিখেছে কবিতা,
একেছে কত শিল্পী তোমার ওই মায়াবি ছবিটা।
তোমার মুখের হাসিতে হয় সবাই মুগ্ধ,
তোমার মুখে তাকালে কষ্ট হয় স্তব্ধ।
তোমার রুপের বর্নণা কি আর দিবো আমি?
সকল বর্নণা তোমার কাছে ব্যর্থ হবে জানি।
তোমার কথা লিখতে গেলে কলম যায় থেমে,
তোমার কথা মনে হলে চিন্তায় যাই ঘেমে।
কি করে বন্ধু তোমায় বলি মনের কথা?
তোমায় দেখলে মনে হয় যেন স্বর্ণলতা।
তবু তোমায় একটি কথা বলতে চাই,
তুমি ছাড়া যে আমার প্রিয় কেহ নাই।
জানি না বন্ধু আমায় বাসবে কিনা ভালো?
তুমি আমার চাঁদ সূর্য আধাঁর ঘরের আলো।