আলো নামের মেয়েটিকে পেয়েছিলাম হঠাৎ
একদিন সে চলে গেলো মনে দিয়ে আঘাত।
কীভুলে যে করলো এমন বললো না যে কিছু,
জানতে চেয়েছিলাম আমি তার নিয়েছিলাম পিছু।
বুঝলাম সে অহংকারী মনে নাই মায়া,
তার কথা আর তোমাদের কী বলবো ভায়া!
কিন্তু তার চেহারাতে ভাসতো ভীষণ মায়া,
সারাক্ষণ থাকতাম আমি তাহার দিকে চায়া।
হঠাৎ করে একদিন সে করে দিলো পর,
তারে নিয়ে হলো বাধা ভালোবাসার ঘর।