মুখ বুজে থাকিতে চেয়েও আমি পারিনি থাকিতে,
ভেবেছিলাম সয়ে নিবো,তবুও যে হলো কাঁদিতে।
এতো কষ্ট সহিবার মন,মানব জাতির নাই,
তাইতো চুপ থাকতে চেয়েও কেঁদে ফেল্লাম ভাই।
চুপ করে কি করে থাকি যখন দৃশ্য দেখি এই,
কাঁদো মুখ ছাড়া আমার সামনে অন্য কিছু নেই।
আমি আরো চেয়েছিলাম থাকিবো চোখ বুঝে,
কান্নার সে করুণ কাহিনী দেখবোনা আর নিজে।
কিন্তু কান আর নাক যে রাখা যায়নি বন্ধ,
তাইতো শুনি কান্না, চোখের পানির গন্ধ।
তাই চুপ থাকতে চেয়েও পারিনি থাকিতে,
সব কিছু দেখে আমি যে বাধ্য হলাম কাঁদিতে।