আমি যদি আজ যাই মরে
কেউ কি ফেলবে জল আমায় স্মরে?
কত আদর কত ভালোবাসা এই জীবদ্দশায়
মরার পর সীমাবদ্ধ সব ক্ষণিক কান্নায়।


মা-বাবা, ভাই-বোন, যত আছে আত্মীয় স্বজন
আরো প্রিয়তমা মোর;
সে দিন সবে থাকবে দূর
আমার মরার পর।


কত স্মৃতি ভাসবে চোখে
প্রিয়জনেরা বলবে কেঁদে,
‘ও ছিলো কত ভালো
তবে কেনো খোদা নিয়ে গেলো?’


নশ্বর জীবন, নশ্বর ভূবন
নশ্বর সব কিছু;
অবিনশ্বর প্রভু বিহীন নেইতো কেউ।
যেতে হবে তোমাকেও।


কান্নায় লাভ নেই, কেঁদোনা তোমরা
দেখে আমার করুণ মরা।
দু’হাত তুলে করে দোয়া
প্রভু যেনো মাফ করে আমার সকল সাজা।



২০০৯, ফেনী