বিপদ! বিপদ! তাদের জন্য মহা বিপদ
সম্মুখ কিবা পিছে যারা করছে গীবত।
ভুলকে মেনে নিতে যারা খুব অপারগ
চোখ রাঙ্গিয়ে অন্যকে করে কুপোকাত।
বিপদ! বিপদ! তাদের জন্য মহা বিপদ।


মুখে অমায়িক হাসি অন্তরেতে বিষ
মনে লালন করছে যারা ছলনার বীজ।
যারা ভালোবাসা দেখায় হলে সাক্ষাৎ
চোখের আড়াল হলেই দেয় যত অপবাদ।
বিপদ! বিপদ! তাদের জন্য মহা বিপদ।


উপকার করে পরে দেয় যারা  খোটা
ভালোর ভান ধরে মূলে তারা রগচটা।
যারা তাচ্ছিল্যে অপরকে দেয় যে আঘাত
বুলিতে যাদের অন্যরা অনিরাপদ।
বিপদ! বিপদ! তাদের জন্য মহা বিপদ।


অন্যায় পথে যারা গড়ছে অর্থের পাহাড়
হকের পথে ব্যয় না করে গুনছে বারাবার।
একত্র করে দিনরাত ভুলে  আখিরাত
গড়ছে যারা দুনিয়ার মোহ আর সম্পদ।
বিপদ! বিপদ! তাদের জন্য মহা বিপদ।


ভাবছে তারা ধন-সম্পদ রবে চিরকাল
"অবশ্যই রবেনা" বলছেন প্রভু দয়াল।
তাদের নিক্ষিপ্ত করা হবে হুতামায়-
পুড়ে ছাই হবে বারবার; মরবেনা হেথায়।
যেথায় পালানোর থাকবেনা হায় কোন পথ।
বিপদ! বিপদ!  তাদের জন্য মহা বিপদ।


প্রজ্জ্বলিত অগুন প্রস্তুত জাহান্নামে
ভষ্ম করবে তাদের; মৃত্যুহীন জীবনে।
ভয়াবহ সে অনল গ্রাস করবে হৃদয়
নাশ হয়েও  আবার হবে অঙ্কুরোদয়।
বাঁচাতে আসবেনা তাদের অঢেল সম্পদ।
বিপদ! বিপদ! তাদের জন্য মহা বিপদ।


__________________________
রেফারেন্সঃ আল-কোরআন - ১০৪( সূরাহ - হুমাজাহ)


২৮/০২/২০২৩
খিলক্ষেত, ঢাকা।