বোধোদয়


ভালোর এই দুনিয়ায় সবাই ভালো
খারাপ কেবল আমি।
উপকারীর প্রতি কৃতজ্ঞতা না জ্ঞাপিয়া
করি শুধু ছ্যাচড়ামী।


শান্ত এই ভুবনে সবাই শান্ত
আমি কেবল বদমেজাজী।
আমি জানি শান্ত পরিবেশেটাও
অশান্ত করার সব কারসাজি।


মহা পন্ডিতদের এই ধরায় সবাই জ্ঞানী
আমিই কেবল মূর্খ।
তাই জ্ঞানহীন নিজ মুন্ডটা নিয়ে
তর্কে জড়িয়ে করি গর্ব।


সব সত্যবাদীর এই ভূবনে সবাই সৎ
আমিই কেবল মিথ্যেবাদী।
নিরাপরাধকে ফাঁসাতে তাইতো
দিনরাত মিথ্যে নাটক পাতি।


বন্ধুত্বপূর্ণ এই বসুন্ধরায় সবাই বন্ধুত্বপরায়ন
আমিই কেবল ধোঁকাবাজ।
তাইতো ধোকায় ফেলে স্বর্বস্ব হাতিয়ে
নিস্ব করাই আমার কাজ।


ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এই বিশ্বে
আমিই কেবল ধর্ম নিয়ে করি ভন্ডগিরি।
মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ছেড়ে
তাইতো বাবার দরবারে গিয়ে গাঁঞ্জা টানি।


জীবনের দ্বারপ্রান্তে এসে জীর্ণ শীর্ণ
পরিত্যক্ত নিজেকে দেখে আজ হল বোধোদয়;
এই ধরা থেকে শেষ বিদায়ে
কি হবে মোর পরিচয়?


নিষ্পাপ মনুষ্য হয়ে যেমন এসেছিলাম
সুন্দর এই ধরায়;
আমার জানা নেই একইভাবে  নিষ্পাপ হয়ে
বিদায় নেয়ার কোনো উপায়।


শেষ যাত্রায় সঙ্গী আমার কেবল
গগন সম পাপ।
জানা নেই কেমন করে চাইবো
মহান রবের নিকট মাফ!


শেষবেলাতে এসে বোধোদয় হলো আমার
তাই উত্তরসূরিদের করে যাচ্ছি অসিয়ত
আজ থেকেই ভালো হয়ে যাও
এখনই করো ভালো হওয়ার নিয়ত।