সুন্দর এই অবনিতে তোমাদের ছেড়ে
যখন আমি যাবো চলে; না ফেরার দেশে,
নিরবে হাসি মুখে বিদায় দিও মোরে
কোরআন আর কালিমা পড়ে।


কোরোনা আর শেয়ার; আমার কোনো ছবি
সোশ্যাল মিডিয়াতে
তার চেয়ে ভালো হয় রেখো আমায়
তোমাদের প্রার্থনাতে।


গল্প কবিতা গান আর স্মরণ সভায়
আমায় না স্মরে
পারো যদি কোরো উপকার কবর পাশে
দাঁড়িয়ে কোরআন পড়ে।


পাপ অন্যায় করেছি কত এই ধরাতে
মাফ করে দিও, মাফ চেয়ে নিও
খোদার কাছে নিত্য মোনাজাতে।


আহাজারি না করে শান্ত থেকো,
সান্ত্বনা দিও মা বাবাকে।
খুঁজলে আমায়; বলে দিও, চলে গেছে
সাঁড়া দিয়ে রাব্বুল আলামীনের ডাকে।


চারদিন কিংবা চল্লিশার নিয়ম ভেংগে দিও
আমার বেলাতে
পারো যদি আহার তুলে দিও ইয়াতিম
মিসকিনদের পাতে।


মনে রাগ না পুষে, ক্ষমা করে দাও,
ক্ষমা চাও প্রভুর কাছে
তুমি ক্ষমা করলে, মালিক তোমায় ক্ষমা করে দিবে।


নিজেকে তৈরি করে নাও
আমার পরিণতি দেখে
যখন তখন খোদা তোমায়ও
তুলে নিতে পারে ডেকে।



_____________
১৩/০৫/১৯
৭ম রমজান
৩০ শে বৈশাখ
রাতঃ ১:৪৫ টা
কাওলা, ঢাকা।