নিয়ত বারংবার খুন হচ্ছি।
ইচ্ছা অনিচ্ছায়
কখনো আবার হিংসায়,
দুমড়ে মুচড়ে
আবার কখনো কথার চাপে পড়ে,
প্রয়জনে সুখ আহরণে
কখনো আবার বিলাসবহুল দুখের কারণে,
খুন হচ্ছি নিয়ত বারংবার।


নিয়ত বারংবার খুন হচ্ছি।
কারো ক্ষাণিক অভিমানে
শয়নে স্বপনে দিবা-রজনীতে,
নীদহীন নিশি যাপনে
ক্লান্ত গায়ে জীবিকা নির্বাহে
খুন হচ্ছি নিয়ত বারংবার।


নিয়ত বারংবার খুন হচ্ছি।
যান্ত্রিক এই নগরীতে
যান আর জন-জটে,
প্রতিদিন খুন হচ্ছি।
স্বাধীনিতার নামে পরাধীনতায়
অধিকার আদায় করতে গিয়ে
ষড়যন্ত্রের যাতাকলে ফাঁস লেগে গলায়,
প্রতিনিয়ত খুন হচ্ছি।
খুনি আমি নিজেই।
প্রত্যেক আমি ই একজন খুনি।