কষ্ট সুখকে তিরষ্কার করে বলে-
-সবাই তোকে পেতে চায়;
অথচ মনে লালন করে আমায়।


করুণ স্বরে সুখ বলে-
-আমায় পাবার আশে
সবে কেবল তোকেই করে নেয় বরণ।
তাই সুখ হয়েও তুই (কষ্টই) আমার আপন।


কষ্ট হেসে বলে-
-কেউই আমায় চায়না, এতেই আমার সুখ।
তোর মাঝেই বেঁচে আছি, থাকবো যুগের পর যুগ।


মুচকি হেসে সুখ বলে-
-মানুষ আমাদের যতই আলাদা করুক;
মূলেতো তুই-আমি একে অপরের পরিপূরক।