যথাযথ হিত হতে নত হই বারংবার;
হিতে বিপরীত হয়-
অন্তর ভেঙ্গে হয় চুরমার।


মাঝে মাঝেই ভাবতে হয় খুব করে
কিসের আশায় যুগ পেরিয়ে, যুগ ধরে
কিসের উপর ভর করে
টিকে আছে এই সুখের উদ্বেগ?
যেখানে ত্রুটির সবটাই আমার
হৃদয়হীন আমার যেথায় নেই কোনো আবেগ।


খুঁটিয়ে খুঁটিয়ে ত্রুটি খুঁজে, অংশীদার যখন ক্লান্ত
যখন অশান্ত মন তার অভিমান করে অহেতুক-
কাঁদিয় ভাসায় বুক।
তখন বেখালি এই আমি, নিজ খেয়ালেই, না করেও
‘স্বীকার নিচ্ছি সব;
তবুও তার মন সুখে মাতুক।




খিলক্ষেত, ঢাকা
১৬-০৪-২০২০