আমি এ গ্রহেই ছিলেম দশ মাস
      কোন শব্দ, আলো, কষ্ট
আমাকে স্পর্শ করেনি
   আমি ছিলেম র্নিজীব।
হঠাৎ এক উষ্ণ হাওয়া এসে
   আমাকে আন্দোলিত করলো।
ষোলকলা পূর্ণকরে
  স্থানান্তর হলাম আলো ও শব্দের জগতে।
নতুন জায়গায় অদেখা মানুষ গুলো
     দেখে ডুকরে কাঁদলাম,
মানুষ গুলো হাসলো
     নিলজ্বে্র মতো।
শুধু মাকে দেখলাম
     মুখে কষ্টের অস্পূট আর্তনাদ,
হৃদে রজ্জ্বছটার উপছেপরা আহ্নাদ,
ইতির মধ্যেই কত কোলে গেলুম
      মনে হলো সবাই পর।
জননী ক্রন্দন নিবারনে অমূল্য
     মহৌষধ মুখে পুরে দিলেন,
অমৃত সুধা পানান্তে বুঝলুম
    আপন শুধু  মা ।।