এসেছিলেম অতলান্ত সগরে
   তমস গহব্বরে হাওয়া বেশে


কিয়ত দিন পরে আলোকছটায়  
  ঠেলে দিল পাষাণ্ড নিয়তি
   নান্দনিক বাহনে চষে বেড়ালাম
    জগৎ জুড়ে।
আপন যাদের পেলাম তারা ছায়া,
  খেলার ছলে যা বুঝলাম
সবি মরিচিকা,
   দম যখন ফুরুৎ কাঁদিল কতেক
নিয়মানুসারে।
সার শুণ্য চলে যাবো
কি দিয়ে কি নিয়ে।