তারাহীন এই শহরে আমার একলা জীবন,
ইটপাথরের ছায়ায় দেখি ছায়াছবি মতোন।
কাকদের ডাকে খুজেঁ ফেরা এক শৈল্পিক শৈশব,
যেন তাড়নায় তাড়িয়ে ফেরা ফেরারি কুশীলব।
আমার প্রথম প্রেমের প্রেমিকার আত্মগোপন,
আর শেষের প্রেমিকার প্রেমপত্রে আত্মহনন,
আমার শহুরে জীবনের উপাদান এইসব,
যেন তাড়নায় তাড়িয়ে ফেরা ফেরারি কুশীলব।


চাঁদ জানে না আমি জানি অজানা সেই প্রেম কাব্য,
ইটের খাঁচার মাঝে বদ্ধ সেসব অজানা শব্দ।
প্রথম-শেষ কাহিনী তাতে লিখে চলি অবিরত।
কেউ জানবে না তো চরিত্রের যতো পুরনো-নব্য,
সব ব্যর্থ প্রেম থাকবে লুকিয়ে জন্ম থেকে শতাব্দ,
প্রেমের খোঁজে হাটব একাই আমি আমার মত।