তোমার মনে আমার আসামী মন রয়েছে কারাবন্দি,
তাই তোমায় ছাড়া আমার মন পাবেনা কখনো মুক্তি ।


     নদী বাঁচে না ঝরণা ছাড়া,
     বাঁচে না বন ছাড়া পাখি ।
     আসে না বসন্ত ফুল বিনা,
     নামে না বর্ষা ছাড়া বৃষ্টি ।


তোমার আখিঁজুড়ে আমার যতো স্বপ্ন,
তোমায় ছাড়া পূরণ হবে না কখনো ।


     বাষ্প জমে হয় মেঘ,
     মেঘ জমে নামে বৃষ্টি ।
     বৃষ্টিতে জমা যে আবেগ,
     তা দিয়ে হয় কবিতা সৃষ্টি ।


স্বর্গ-নরক যাই থাক সব-ই তোমার মাঝে,
তোমায় ছাড়া সব মূল্যহীন এই আমার কাছে ।


     পদ্মকে পারে না ভেজাতে জল,
     পারে না মেঘ আকাশ ছুঁতে ।
     ভোমর পারে না হতে ফুল,
     মিথ্যা পারে না সত্য লুকাতে ।


তোমার মনে আমার আসামী মন রয়েছে কারাবন্দি,
তাই তোমায় ছাড়া আমার মন পাবে না কখনো মুক্তি ।