আকাশ পড়ে ঢাকা কালো মেঘের ধোঁয়া,
জলে পড়ে তার আধাঁর করা ছায়া,
নামে না বৃষ্টি,ভিজে না মন-কায়া,
তারপরও যেন কিসের এক মায়া ।


কিসের আশায় যেন পড়ে থাকে মন,
বলে,"অপেক্ষা করি না আরো একটুক্ষণ,
যদি সে আসে,বসে পাশে কিছুক্ষণ ।
তার স্হির লোচন শোনায় কিছু কথন । "


মেঘ যায় সরে,রৌদ্র এসে পড়ে,
মায়া ছিল যত তাহার উপরে,
সব যায় চলে আস্তে কিংবা ধীরে,
বাস্তবে অথবা অবাস্তবের ঘোরে ।


আজ-ও অপেক্ষা তার জন্যে,
কল্পছায়া অল্পমায়া মেঘ দুয়ারে...