বৃষ্টিতে ভিজে আমি
খুঁজি ভালোবাসা,
ক্লান্তিতে ছেয়ে যাওয়া
রুগ্ন-ক্ষুন্ন আশা।


এ বৃষ্টি, বৃষ্টির জল
এ  তো জাদুর ছোয়া,
ধুয়ে মুছে যাক ক্লান্তি
এ মনের  দোয়া।


এ জলে জাগাবে
শত ফুল ফল,
এ জলেই জোয়ার ভাটা,
নদী কলোকল।


এ জলে মিশে আছে
কৃষকের হাসি,
সোনালি ফসলের
স্বপ্নে বিভোর চাষি।


আমি ভিজে স্বাদ নেই
যেন বৃক্ষের ছায়া,
এ জলে জমে আছে
কোটি প্রাণের মায়া।


আমি আর বৃষ্টি
কত গল্প কত কথা,
বৃষ্টিতেই ঝড়ে যায়
এ মনের ব্যাথা।


তাই তো বৃষ্টিতে
ভিজি আমি বারবার,
বৃষ্টি আর আমার কথা
নয় ফুরাবার।