মোর জীবনের পরম বন্ধু পেয়েছি আমি খুঁজে,
আমার জীবনের ব্যাথা অনুভূতি সবচেয়ে ভাল বুঝে।
"মা" ই আমার পরম বন্ধু সবচেয়ে প্রিয় মুখ,
দেখলে মায়ের হাসিভরা মুখ জুড়ায় আমার বুক।


মাতৃদুগ্ধ পান করে করে বড় হয়েছি ভাই,
কদমখানি ছুয়ে মায়ের তরে ছালাম করি যে তাই।
রোগে শোকে মোরে শুশ্রূষা করে আগলে রেখেছে বুকে,
নিজে না খেয়ে তুলেছে অন্ন এই আমারই মুখে।


বাড়ি হতে যদি যেতে চাই কোথা কাছে অথবা দূরে,
"সাবধাবে যাবি" "দেখেশুনে যাবি" বলে যে করুণ সূরে।
একটুখানি অসুখ হলে চোখে চলে আসে জল,
"মা" যে ছেলেরে কত ভালোবাসে কেমনে বুঝাব বল?


মায়ের মনের রঙিন স্বপ্ন ,অনেক বড় হব আমি,
সেই সাধটুকু সফল করতে কাজ করি দিবাযামী।
যেখানে থাকি , যতদূরে থাকি মনে পড়ে মোর মাকে,
এত ভালবেসে লালন করেছে; কেমনে ভুলব তাকে?
প্রানপ্রিয় "মা" তোমাকেও আমি খুব বেশি ভালোবাসি,
মনে যদি কভু ব্যাথা দেই তোমায় মাফ করে দিও হাসি।


রচনাকালঃ ১৬-০৬-২০০৯ ইং