লোকজন নৌ-যাত্রা করে আনন্দ লাভ করে,
পাহাড়ে নদীতে বেড়িয়ে , খোলা আকাশের নিচে দাঁড়িয়ে
মনের সুখ খুজে পায়।
আর আমি তোমার সাক্ষাতে অস্তির,


মানুষ বন্ধুর সাক্ষাতে নিজের নিঃসঙ্গতা ঘুচায়
আর আমি তোমার সাক্ষাতের অপেক্ষায়।
এখানে লোকেরা সুন্দর বাড়ী- গাড়ী ,
আর দুনিয়াবী বস্তুতে নিজেরদের দামী করায় ব্যস্ত,
আর আমি তোমার সন্তুষ্টির আশায় ব্যকুল।
এখানে মানুষ দাতার দান নিয়ে ব্যস্ত ,
দাতাকেই ভুলে যায়।
ক্ষনস্থায়ী জিনিসকে আপন করে ধোঁকায় পড়ে
মাওলা আমি তোমার ক্ষমা লাভের আশায়।
মাবুদ তোমার দীদার দানে ধন্য কর,
তোমার আশ্রয়ে নিয়ে কলিজা ঠান্ডা কর।