কেন যে দেখা হয়ে গেল !
এক গল্পের ভিড়ে,
আফসোস হচ্ছে?
আফসোস নয়,
আবার আফসোসই বলা চলে।
কেমন?
এই যে এতদিন পড়ে কেন দেখা!
কেন? আগে হলে কি হত?
সাগরের উর্মী মালায় খুঁজে পেতাম
অজানা আনন্দকে।
এখন আনন্দ হচ্ছে না?
হচ্ছে তো , খুব হচ্ছে।
আকাশ আজ নতুন লাগছে,
নতুন লাগছে বাতাসের গন্ধ।
মনে হয় কোন দিন দেখিনি!
কি? কি দেখনি?
এই যে শালিকে দল উড়ে বেড়াচ্ছে।
ভ্রমরেরা গান করছে!
ভেড়ার পাল আপন মনে
হেলে দুলে হেঁটে বেড়ায়।
হা হা হা হা! এসব নতুন দেখছ?
দেখেছি বহুবার,
কিন্তু এ দেখায় সে দেখায় অনেক পার্থক্য!    
বুঝলাম না?
প্রকৃতির হাজারো উৎসবের ভিড়ে,
খুঁজে পেলাম এক নতুন আমাকে!
যে আমি, সব এখন দেখছি নতুন করে।
জান! কত দিন পর মন খুলে হেসেছি!
আবার ভয় ও হয় !!
কিসের ভয়?
সে যদি অভিমান করে ,
আমার সাথে রাগ করে কথা না বলে।
অনেক কষ্ট পাবে?
পাবই তো!
সে যে আমার শ্বাস!
আমার প্রিয় অক্সিজেন।