তুমি কাছে আসলেই আমি পাথর হয়ে যাই।
সাত সাগরের উজান-ভাটি তোমাতেই খুঁজে পাই।
বলতে বলতে চুপ হয়ে যায়, কেন এ বাঁচাল মুখ,
এত পাশাপাশি থেকেও শুননা? এ বুকের ধুকধুক!


তোমাকে পেলে উড়ে চলে যাব আমি দূর সে সীমান্তে,
তোমাকে ঘিরেই কোটি স্বপ, পারলে না জানতে?
চলে যদি যাই, পিছু ফিরে চাই, ফিরে দেখি বারবার!
পেছনে ফিরে তাকাতে পার না? ফিরে একটি বার!


এত দেখি তবু শেষ হয় না কেন? এ দৃষ্টি সর্বনাশী।
রাতে ঘুম চুর, কানে বাজে ঐ দুষ্ট-মিষ্টি হাসি।
তোমার জন্যই লাল লাগে লাল, কৃষ্ণচূড়ায় আগুন।
তুমি আছ তাই ফিরে ফিরে পাই, ফাগুনের গুনগুন।


পথ চেয়ে আছি, কবে দিবে তুমি, গোলাপ-কলির ফুল।
এত ভালোবেসে, এতটুকু চাওয়া, হয়ে গেল না তো ভুল?